আগরতলা,১২ সেপ্টেম্বর : রাজ্যের আইসিটি অনুমোদিত স্কুলে কম্পিউটার বিষয়কে আবশ্যিক বিষয় করা এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের কম্পিউটারের বই প্রদান করার দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে অল এিপুরা কম্পিউটার শিক্ষা সংঘ।
এদিন রাজ্যে কম্পিউটার শিক্ষার উন্নয়নের স্বার্থে কম্পিউটার শিক্ষকরা বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ডেপুটেশনে মিলিত হয়েছেন।এক শিক্ষক জানিয়েছেন, দীর্ঘ দিন যাবৎ ত্রিপুরায় আইসিটি প্রজেক্ট চালু রয়েছে। কিন্তু কম্পিউটার শিক্ষকদের পাঁচ বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয় না। কর্মরত শিক্ষকদের চাকুরী সুনিশ্চিত করে নি রাজ্য সরকার। এবিষয়ে একাধিকবার শিক্ষা দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। ফলে ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষায় ব্যাঘাত ঘটে। শিক্ষাদানে যদি কোনো ছাত্রছাত্রীর উপকার না হয় তাহলে এই শিক্ষাদানের কোনো মানে হয় না।