পাঁচ দফার দাবিতে সরব এআইডিওয়াইও, রেল মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান

আগরতলা ১২ সেপ্টেম্বর : রেলের কামড়ার সংখ্যা বৃদ্ধি করা সহ ৫ দফা দাবিতে এআইডিওয়াইও ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রেল মন্ত্রী উদ্দেশ্যে রেল মাস্টারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সংগঠনের এক কর্মী বলেন, রেলকে বেসরকারিকরনের পথে নিয়ে যাচ্ছে সরকার। ফলে সাড়ে তিন লক্ষের উপর শূন্যপদ খালি রয়েছে। এই পদগুলো  পূরন করা হচ্ছে না। তাই অতিসত্বর শূন্যপদগুলো পূরন করা হোক। সাথে যোগ করেন, দিনের পর দিন রেল দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই দুর্ঘটনার ফলে সাধারন মানুষের জীবন নিয়ে যেভাবে ছিনিমনি খেলছে রেল সংস্থা তা অবিলম্বে বন্ধ করতে হবে। তাছারা, বয়স্ক ব্যাক্তিদের ক্ষেত্রে আগে টিকিটের পঞ্চাশ শতাংশ ছাড় ছিল। কিন্তু তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছাড় পুনরায় চালু  করা হোক। সাথে বেসরকারিকরণ সম্পূর্ণরূপে বন্ধ করা, রেলের স্লিপার এবং জেনারেল কামড়ার সংখ্যা বৃদ্ধি করা, পরিযায়ী শ্রমিকদের জন্য জেনারেল কামড়া যুক্ত ট্রেন চালু করা হোক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *