নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: লায়ন্স ক্লাবের সহযোগিতায় সুস্থ হয়ে বাড়িতে ফিরল পথ দুর্ঘটনায় গুরুতর আহত সম্রাট। সুস্থ হয়ে বাড়িতে ফিরে লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সম্রাট ও তাদের পরিবারের লোকজনরা।
লায়ন্স ক্লাব সব সময় বিপন্ন মানুষের কল্যাণে কাজ করে চলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মানব ধর্ম। গত ২৯ জুলাই আসামের নিলামবাজারে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিল কৈলাসহরের সম্রাট নামে এক যুবক। তাকে সুস্থ করে তুলতে সার্বিক সহযোগিতার হাত সম্প্রসারিত করে লায়ন্স ক্লাব।
সম্রাট সুস্থ হয়ে ফেরার পর কৈলাসহরের লায়ন্স ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিয় দেবরায়, লিও সভাপতি বিপাসা দেব, লিও মেম্বার সৌরভ বিশ্বাস, লিও কোষাধ্যক্ষ সম্রাট দে । সম্মেলনের মূল বিষয় ছিল যে গত ২৯ শে জুলাই আসামের নিলামবাজারস্থিত রাস্তায় সম্রাট ও তার বন্ধু নীলাঞ্জন একটি বাইকে শিলচরে যাওয়ার পথে একটি ট্রাকের সাথে সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলস্বরূপ সম্রাটের মুখমন্ডলের আকৃতি ও দুটি চোখ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। যদিও নীলাঞ্জনের তেমন কিছু হয়নি। সম্রাটকে সারিয়ে তুলতে সার্বিক সাহায্য করেছে লায়ন্স ক্লাব। তার জন্য ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়েছে সম্রাট।