ইটানগর, ১২ সেপ্টেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলায় কেন্দ্রীয় সরকারের অনুদানে চলমান প্রকল্পগুলির পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান। দুদিনের সফরসূচি নিয়ে বুধবার অরুণাচল প্রদেশে এসেছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী কমলেশ।
বুধবার এবং আজ বৃহস্পতিবার পূর্ব সিয়াং জেলায় চলমান কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের পর্যালোচনা করে উত্তর-পূর্বাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে মোদী সরকার যে বিশেষ গুরুত্ব দিচ্ছে, সে ব্যাপারে উপস্থিত আধিকারিকদের জানিয়ে প্রকল্পগুলি সময়মতো জনতার উদ্দেশ্যে উৎসর্গ করতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী পাসোয়ান। তিনি বলেন, গ্রামাঞ্চলের উন্নয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পৃক্ত।
এছাড়া গ্রামীণ আবাসন, জীবিকার উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোকে মানসম্পন্ন করতে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী পাসোয়ান। বিশেষ করে ‘লাখপতি দিদি’ প্রকল্পের ওপর জোর দিয়ে বলেন, এর লক্ষ্য অরুণাচল রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের (আরএসআরএলএম) মাধ্যমে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করা।
পূর্ব সিয়াং জেলায় তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-রও পর্যালোচনা করেছেন মন্ত্রী। তিনি বিলাত, রুকসিন, মেবো এবং পাসিঘাট ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র অধীনে নির্মিত পাকা বাড়ির নির্মাণ মানসম্পন্ন হয়েছে বলে প্রশংসা করেন।
পর্যালোচনা সভায় ছিলেন অরুণাচল ইস্ট-এর সাংসদ তাপির গাও, স্থানীয় বিধায়ক তাপি দারাং, নিনং এরিং, তোজির কাডু এবং পূর্ব সিয়াঙের জেলাশাসক তাইই তাগ্গু।