ফের অসুস্থ খালেদা জিয়া, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ঢাকার হাসপাতালে

ঢাকা, ১২ সেপ্টেম্বর (হি.স.): অসুস্থতা সংক্রান্ত কারণে বিএনপি-র চেয়ারপারসন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বৃহস্পতিবার ভোররাত পৌনে ২টার নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা-সহ বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া। প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপি-র চেয়ারপার্সন।

হিন্দুস্থান সমাচার / রাকেশ / সৌম্যজিৎ