বাংলার একমাত্র প্রতিনিধি হংকংয়ের পথে শুভঙ্কর

 কলকাতা ১১ সেপ্টেম্বর (হি. স.) :  আর্থিক অনটনে বন্ধ হয়ে পড়ে বিদেশ যাত্রা। প্রায় ৯৫ লাখ টাকা দরকার। দু দফায় ওই বিশাল পরিমাণ অর্থের যোগান দিয়েছেন প্রতিবেশী কৈলাশ মিশ্র। অবশেষে জট খুলেছে  হাওড়ার বাসিন্দা শুভঙ্কর চক্রবর্তী’র। মা গৃহবধূ, বাবা তারক চক্রবর্তী বেসরকারি সংস্থার কর্মী। ২৫ তম এশিয়ান ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপের আসর বসছে সুদূর হংকং। অনূর্ধ্ব – ২৪ এই প্রতিযোগিতা হবে ১১-১৩ অক্টোবর। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ সামনে এসে ও হাতছাড়া হতে বসে। এমন সময়েই মুশকিল আসান। যদিও সে আপাতত দৃঢ়তার সঙ্গে তৈরি লাগেজ নিয়েই কেরালার পথে ছুটছে। একটানা ২৫ দিন ধরে চলবে প্রস্তুতি শিবির সেখান। এরপর ভারতীয় দলের সঙ্গে বিদেশে রওনা হবে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র শুভঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *