নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:
স্বামী বিবেকানন্দের শিকাগোতে প্রদেয় ঐতিহাসিক ভাষণকে স্মরণীয় করে রাখতে বুধবার আগরতলায় রামকৃষ্ণ মিশনে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।
১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ধর্ম সংসদে স্বামী বিবেকানন্দ যে ঐতিহাসিক ভাষণ রেখেছিলেন তাকে চির স্মরণীয় করে রাখার লক্ষ্যে এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বুধবার ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।
আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমৃতানন্দ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এদিন আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমৃতানন্দ বলেন স্বামী বিবেকানন্দ আমেরিকার ধর্ম সংসদে যে বক্তব্য রেখেছিলেন তা আজও সমসাময়িক।
স্বামীজীর সেই বক্তব্যকে বর্তমান যুবসমাজকে উদ্বুদ্ধ করে। সেই লক্ষ্যকে সামনে রেখেই রামকৃষ্ণ মিশনে এধরনের আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।