নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:
সনাতন ধর্মাবলম্বীরা আজ ধর্মীয় ভাবমূর্তির পরিবেশে রাধাষ্টমী পালন করছেন। এই উপলক্ষে রাজধানীর আগরতলা শহরের বিভিন্ন মন্দিরে ধর্মপ্রাণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর আজ রাধাষ্টমী। ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধা অষ্টমী পালন করছেন। রাজধানী আগরতলা শহরের ইসকন মন্দির সহ বিভিন্ন ধর্মীয় মন্দিরে রাধা অষ্টমী উপলক্ষে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। মন্দিরগুলিতে ধর্মপ্রাণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে। ধর্মীয় নিয়ম-কানুন মেনে প্রত্যেকেই এই অনুষ্ঠানে শামিল হন।
মন্দির ছাড়াও ধর্মপ্রাণ মানুষজন বাড়ি করেও রাধা অষ্টমী পালন করছেন। ইসকন মন্দিরে সারাদিনব্যাপী রাধাষ্টমী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।