আন্দোলনকারীদের কাছে মুখ্যসচিবের তরফে চিঠি

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) :  আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় জুনিয়র চিকিৎসকরা যে টানা আন্দোলনে রয়েছেন অবিলম্বে শেষ হোক চাইছেন রাজ্য সরকার। মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ এই নিয়ে চিঠি লিখেছেন। বুধবার সন্ধ্যা ছ’ টার মধ্যেই ১২-২৫ জনের এক প্রতিনিধি দলকে রাজ্য সচিবালয় নবান্নে আমন্ত্রণ। তাদের ডেকে পাঠানো হয়েছে খোলামেলা আলোচনার জন্য। ৩.৪৯ মিনিটে মেল করেছেন তিনি। ওই চিঠিতে “প্রিয় জুনিয়র ডাক্তাররা” – এই সম্বোধন করা হয়েছে। উল্লেখ্য, ই-মেল এরপর এবার আহ্বান জানানো হয়েছে চিঠি মারফৎ। গত ৩২ দিন ধরেই চলছে আন্দোলন। মুখ্যসচিব তাদের লেখা ওই চিঠিতে আরও বলেন, সাধারণ মানুষ পাচ্ছে না চিকিৎসা পরিষেবা। সুতরাং গঠনমূলক আলোচনা করা দরকার বর্তমান পরিস্থিতিতে। পরিকাঠামোর উন্নয়ন করা হবে দ্রুত। স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকার সচেষ্ট। প্রসঙ্গতঃ দেশের শীর্ষ আদালতের এ প্রসঙ্গে সাম্প্রতিক রায়ের কথা ও ওই চিঠিতে ফের তাদের স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *