বিশ্বের কাছে ভারত এক আত্মবিশ্বাসের অনুপ্রেরণা হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী

গ্রেটার নয়ডা, ১১ সেপ্টেম্বর (হি.স.): বিশ্বের কাছে ভারত এক আত্মবিশ্বাসের অনুপ্রেরণা হয়ে উঠেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এখনকার ভারত সমগ্র বিশ্বের আত্মবিশ্বাসে অনুপ্রেরণা যোগাচ্ছে। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৮৫ হাজার প্রযুক্তিবিদ এবং ইঞ্জিনিয়ার সেমিকন্ডাক্টরের কার্যক্ষমতা তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে বিজ্ঞান ক্ষেত্রে আরও নতুন দিক উন্মোচিত হতে চলেছে। বর্তমানে ভারত, চিপের অন্যতম বৃহৎ ব্যবহারকারী দেশ হয়ে উঠেছে। ক্রমশ ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী মোদী জানান, দেশের স্বপ্ন হল বিশ্বের প্রতিটি ডিভাইসে ভারতের চিপ লাগানো থাকবে। প্রধানমন্ত্রী মোদী এদিন সেমিকন ইন্ডিয়া এক্সপোও ঘুরে দেখেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সাধারণ মানুষের হাতে প্রযুক্তিকে পৌঁছে দিতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে সেমিকন্ডাক্টর এক্সিকিউটিভদের এক গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন।