বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মধ্যে বিনা মূল্যে মাছের পোনা দান করলেন ফয়েজ মিয়া

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১১ সেপ্টেম্বর:
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ১০০জন মৎস্য চাষীকে পাঁচশ করে বিভিন্ন মাছের পোনা বিনামূল্যে দান করেন রেহান হেচারী ফিস সেন্টারের মালিক ফয়েজ মিয়া।

বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাছের পোনা বিনামূল্যে বিতরণ করে দায়িত্বশীলতার পরিচয় দিলেন হ্যাচারীর মালিক ফয়েজ মিয়া। কমলপুর মহকুমার বালিগাঁও গ্রামে হেচারীর মালিক ফয়েজ মিয়ার বাড়িতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার মৎস্য দপ্তরের সহ অধিকর্তা ট্রিকেন্দ্রজিৎ জমাতিয়া, মহকুমার আভাঙা মৎস্য তত্ত্বাবধায়ক সৌমেন শীল, মৎস্য দপ্তরের অফিসার অপু দাস, দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ, বিশিষ্ট সমাজসেবী পিন্টু শর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধলাই জেলার মৎস্য দপ্তরের সহ অধিকর্তা ট্রিকেন্দ্রজিৎ জমাতিয়া বলেন, যেসব মৎস্য চাষীরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিনামূল্যে মাছের পোনা দিয়ে সাহায্য করা এই প্রথম। এই রকম কোন ব্যক্তির উদ্যোগ কখনো দেখা যায়নি। আজকের এই সুন্দর কাজকে আমরা পাথেয় করে রাখবো। হেচারীর মালিক ফয়েজ মিয়া বলেন, গত ১৯ ও ২০ আগস্ট বন্যায় মৎস্য চাষীদের যে ক্ষতি হয়েছে তাদের বাছাই করে ১০০জনকে ৫০০মাছের পোনা দিয়েছি। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে মৎস্য চাষীদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার জন্য এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *