অরুণাচলে ফের সড়ক দুর্ঘটনা, এবার খালে মুখ থুবড়ে ট্রাক, হত চালক সহ তিন

চাংলাং (অরুণাচল প্রদেশ), ১১ সেপ্টেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশে ফের সড়ক দু্র্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার চাংলাং জেলার মানমাউ রোডে সংঘটিত দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে এক ট্রাক চালক সহ তিনজনের।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালের দিকে এনএল ০৪ ডি ৪৮২৭ নম্বরের ইট বোঝাই একটি ট্রাক রাস্তার পার্শ্ববর্তী খালে গিয়ে মুখ থুবড়ে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকের খালাসি কোনও রকমে বের হয়ে ওই রাস্তায় যাতায়াতকারী অন্য গাড়ির গতি রোধ করে সাহায্য চান। যাতায়াতকারী অন্য গাড়ির যাত্রীরা খবর দেন নিকটবর্তী থানার পুলিশকে। খবর পেয়ে এসডিআরএফ-এর দল নিয়ে ছুটে যায় পুলিশের দল।

পুলিশ ট্রাকের ভিতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের একজন ট্রাকের চালক এবং বাকি দুজন শ্ৰমিক। তবে নিহতদের নাম জানাতে পারেনি পুলিশের সূত্রটি।

এদিকে পুলিশের তদন্তকারী আধিকারিকের উদ্ধৃতি দিয়ে সূত্রটি জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তে ট্রাকটি বেহাল রাস্তার দরুন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে বলে মনে করা হচ্ছে। সূত্ৰ জানিয়েছে, জেলার পুলিশ এবং সাধারণ প্রশাসন সহ স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্তে নেমেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যের তেজু-আনজাও রোডের দুসনালা এলাকায় পৃথক এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কৰ্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতরভাবে আহত হয়েছেন তাঁদের সহযাত্রী আরেক পুলিশ কর্মী। নিহত দুই পুলিশ কর্তাকে তেগিয়াম আরং এবং আবোহ ওয়াংসু বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন তাঁদের সহকর্মী ওয়াংজাম লোয়াং। তাঁরা সবাই তিরাপ জেলার অন্তর্গত খোনসার বাসিন্দা এবং রাজ্য পুলিশের কর্মী।

সড়ক দুর্ঘটনাটি গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সংঘটিত হলেও মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালের দিকে প্রকাশ্যে এসেছে ঘটনাটি। এদিন বিকালে গাড়ির এক যাত্রী (আহত পুলিশ কর্মী) ৫০০ ফুট নীচে খাদ থেকে কোনও রকমে পাহাড় বেয়ে রাস্তায় আসেন। তিনি স্থানীয়দের দুর্ঘটনার খবর দেন।

স্থানীয়রা দুর্ঘটনাস্থলে গিয়ে ভয়াবহ ছবি দেখে খবর দেন নিকটবর্তী থানায়। খবর পেয়ে এসডিআরএফ নিয়ে পুলিশের দল যায় অকুস্থলে। তাঁরা স্থানীয়দের সাহায্যে নীচে নেমে এআর ১৭ ০১১৩ নম্বরের মারুতি ৮০০ মডেলের যাত্রীবাহী কার শনাক্ত করে তার ভিতর থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে উপরে নিয়ে আসেন। রাতের অন্ধকারে উদ্ধারকার্যে ব্যাঘাত সৃষ্টি করায় অভিযান বন্ধ করে এসডিআরএফ।

আজ ভোরে ফের উদ্ধার অভিযানে নেমে বিধ্বস্ত গাড়িকে উপরে তোলার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, গাড়িতে মোট তিনজন যাত্রী ছিলেন। আহত পুলিশকর্মীকে খোনসা সরকারি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *