অসামাজিক কাজে লিপ্ত ক্লাবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:
আগরতলা শহর এলাকার বর্ডার গোল চক্করে যুবক সংঘ ক্লাবের বিরুদ্ধে প্রশাসনের কাছে বেশ কিছু গুরুতর অভিযোগ এসেছে। যুবক সংঘ সহ অপর একটি ক্লাবকে এলাকার বিধায়ক তথা মেয়র দীপক কুমার মজুমদার সতর্ক করে দিয়েছেন।

রাজ্যের একাংশ ক্লাব এখনো সেবার অন্তরালে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই উষাবাজারে ভারতরত্ন সংঘ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অসামাজিক কার্যকলাপের সঙ্গে যেসব ক্লাব জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
বুধবার রামনগরের বর্ডার গোল চক্করে যুবক সংঘ ক্লাবে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক করেছেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার।

তিনি বলেছেন যুবক সংঘ সহ এলাকার আরো একটি ক্লাবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। এই ক্লাবগুলো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলেও অভিযোগ। এই ক্লাবগুলিতে বহিরাগত লোকজনরা এসে অসামাজিক  কাজকর্মে জড়িয়ে পড়ে। বিশেষ করে দুর্গাপূজার প্রাক্কালে এ ধরনের বৈঠকের মধ্য দিয়ে মেয়র সহ অন্যান্যরা ক্লাব কর্মকর্তা সহ এলাকার জনগণকে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন সকলে মিলে মিশে পূজা কমিটির গঠন করে সুন্দরভাবে পুজো করার জন্য। যারা অবৈধ কার্যকলাপে জড়িত তারা যদি শুধরে না যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *