নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করলো আম আদমি পার্টি (এএপি)। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য এদিন ২১ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে এএপি। এখনও পর্যন্ত আম আদমি পার্টি ৬১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি।বুধবার হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট, যমুনানগর, লাডওয়া, কৈখালী, কার্নাল, পানিপত গ্রামীণ, গানাউর, সোনিপত, গোহানা, বারোদা, জুলানা, সাফিডন, তোহানা, সিরসা, উকলানা, নারনাউন্ড, হাঁসি, বাদলি ও গুরুগাঁও।
2024-09-11