নিজ ঘরে বিদ্যুৎ সারাই করতে গিয়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:
খোয়াই থানাধীন বেলকাবাড়ি এলাকায় বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রঞ্জিত দেববর্মা (৪১)।

বিবরণে জানা গেছে খোয়াই থানাধীন চাম্পাহাওরের বেলকাবাড়ি এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎ সারাইয়ের কাজ করছিলেন রঞ্জিত দেববর্মা। হঠাৎ করে সবার অলক্ষে বিদ্যুত সংস্পর্শে আসেন তিনি।

পরবর্তী সময়ে অন্যান্যরা বিষয়টি পরিলক্ষিত করে তাকে নিয়ে আসেন খোয়াই জেলা হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  গোটা ঘটনায় পরিবারের লোকেদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।