ইটানগর, ১১ সেপ্টেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কৰ্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতরভাবে আহত হয়েছেন তাঁদের সহযাত্রী আরেক পুলিশ কর্মী। নিহত দুই পুলিশ কর্তাকে তেগিয়াম আরং এবং আবোহ ওয়াংসু বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন তাঁদের সহকর্মী ওয়াংজাম লোয়াং। তাঁরা সবাই তিরাপ জেলার অন্তর্গত খোনসার বাসিন্দা এবং রাজ্য পুলিশের কর্মী। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে তেজু-আনজাও রোডের দুসনালা এলাকায়।
সড়ক দুর্ঘটনাটি গত সোমবার রাতে সংঘটিত হলেও মঙ্গলবার বিকালের দিকে প্রকাশ্যে এসেছে ঘটনাটি। এদিন বিকালে গাড়ির এক যাত্রী (আহত পুলিশ কর্মী) ৫০০ ফুট নীচে খাদ থেকে কোনও রকমে পাহাড় বেয়ে রাস্তায় আসেন। তিনি স্থানীয়দের দুর্ঘটনার খবর দেন।
স্থানীয়রা দুর্ঘটনাস্থলে গিয়ে ভয়াবহ ছবি দেখে খবর দেন নিকটবর্তী থানায়। খবর পেয়ে এসডিআরএফ নিয়ে পুলিশের দল যায় অকুস্থলে। তাঁরা স্থানীয়দের সাহায্যে নীচে নেমে এআর ১৭ ০১১৩ নম্বরের মারুতি ৮০০ মডেলের যাত্রীবাহী কার শনাক্ত করে তার ভিতর থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে উপরে নিয়ে আসেন।
রাতের অন্ধকারে উদ্ধারকার্যে ব্যাঘাত সৃষ্টি করায় অভিযান বন্ধ করে এসডিআরএফ। আজ ভোরে ফের উদ্ধার অভিযানে নেমে বিধ্বস্ত গাড়িকে উপরে তোলার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, গাড়িতে মোট তিনজন যাত্রী ছিলেন। আহত পুলিশকর্মীকে খোনসা সরকারি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।