আগরতলা, ১০ সেপ্টেম্বর : সাংবাদিক আক্রমণের ঘটনায় তিন অভিযুক্তকে আটক করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে একথা জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।
প্রসঙ্গত, গত রবিবার রাতে মঠ চৌমুহনী এলাকায় কর্মরত অবস্থায় তিন জন সাংবাদিককে যুব মোর্চা নামধারী কিছু দুষ্কৃতকারী আক্রমণ করে। পরবর্তীতে আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের মহা নির্দেশকের সঙ্গে সাংবাদিকদের এক প্রতিনিধি দল দেখা করে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কড়া বার্তা দেয় এবং অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দেন পুলিশকে। পুলিশ তিন যুবককে আটক করে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।
ধৃতরা হলেন, সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ ও আকাশ বণিক।