আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সকল ক্লাব কর্তৃপক্ষ ও পুজো উদ্যোক্তাদের মানবিক দৃষ্টিকোণ রেখে চাঁদা সংগ্রহ করার অনুরোধ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ব্যাপক স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ নাগরিক, ব্যাহত হয়েছে অর্থনীতি। এমতাবস্থায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সকল ক্লাব কতৃপক্ষ ও পুজো উদ্যোক্তাদের মানবিক দৃষ্টিকোণ রেখে চাঁদা সংগ্রহ করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি পুজোর বাজেট কিছুটা কমিয়ে বন্যার্তদের জন্য সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার অনুরোধ রেখেছেন তিনি।

আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, বন্যায় রাজ্যের আপামর জনগন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ৩৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে। তাছাড়া, ঘরবাড়ি, গবাদি পশু, কৃষিকাজ থেকে শুরু করে সব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধারের প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য সরকার। তারপর স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে অনেকটা সময় লাগবে।

তাই তিনি এমতাবস্থায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সকল ক্লাব কতৃপক্ষ ও পুজো উদ্যোক্তাদের মানবিক দৃষ্টিকোণ রেখে চাঁদা সংগ্রহ করার আহ্বান রেখেছেন। পাশাপাশি পুজোর বাজেট কিছুটা কমিয়ে বন্যার্তদের জন্য সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *