আগরতলা, ১০ সেপ্টেম্বর: আজ অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার্স কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিন ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডা. উদিত রাজ, প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা।
সাংবাদিকদের মুখোমুখি চেয়ারম্যান ডা. উদিত রাজ বলেন, দেশে প্রায় ৪৩ কোটি অসংগঠিত ক্ষেত্রে কর্মী রয়েছেন। কিছু টাকার বিনিময়ে তাঁরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাঁদের নির্দিষ্ট কোনো বেতন নেই।
এদিন তিনি আরও বলেন, কাঠমিস্ত্রী, গাড়ির চালক, টেলার, পরিচারিকা সহ অন্যান্যরা অসংগঠিত কর্মী। নরেন্দ্র মোদীর সরকার গঠন হওয়ার পর তাঁদের বিরুদ্ধে অনেক আইন লাগু করেছে। তাই অংসগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য একমাত্র ভরসা কংগ্রেস।