সঙ্কটজনক সীতারাম, রয়েছেন রেসপিরেটরি সাপোর্টে

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি এইমস-এ সংকটজনক অবস্থায় ভর্তি সিপিআইএম-এর সাধরণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বর্ষীয়ান এই বাম নেতা হাসপাতালে রেসপিরেটরি সাপোর্টে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

গত ১৯ আগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে সীতারাম ইয়েচুরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে। এইমস–এর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দিয়েছে। এই নিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে সিপিএমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *