ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: মঙ্গলবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাইরেক্টর অফ ইকোনমিক এবং স্ট্যাটিস্টিক দপ্তরে ডেপুটেশন প্রদান করেন।

ডাইরেক্টর অফ ইকোনমিক এবং স্ট্যাটিস্টিক দপ্তরে  দালান  তৈরীর কাজ দ্রুত শুরু করার দাবিসহ আটদফা দাবিতে মঙ্গলবার ডাইরেক্টর অফ ইকোনমিক এন্ড স্ট্যাটিস্টিকস এর কাছে ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ।

ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান প্রায় ৬ মাস আগে দপ্তরের মন্ত্রী এবং মেয়র এর উপস্থিতিতে নতুন ভবন তৈরির কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। অবিলম্বে নতুন অফিস বাড়ি তৈরি করা অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা সহ অন্যান্য মোট আট দফা দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *