ধলাই  জেলার প্রত্যন্ত গোবিন্দবাড়ি এলাকায় মাইলের পর মাইল হাঁটালেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, কথা বলেন গ্রামবাসীদের সাথে

আমবাসা / আগরতলা, ১০ সেপ্টেম্বর : ধলাই জেলার প্রত্যন্ত রাজমনি রোয়াজা পাড়ায় গেলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সোমবার সকালে তিনি প্রথমেই আসেন লংতরাইভ্যালি মহকুমার অন্তর্গত লালছড়া এলাকায় টিএসআর অষ্টম বাহিনীর সদর দপ্তরে উনাকে স্বাগত জানান জেলাশাসক সাজু ওয়াহিদ এ, জেলা পুলিশ প্রধান অবিনাশ রাই সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। টিএসআর বাহিনীর তরফ থেকে রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়।

পরবর্তী সময়ে টি এস আর অষ্টম বাহিনীর সদর দপ্তর থেকে তিনি ছামনু ব্লকের অন্তর্গত পশ্চিম গোবিন্দ বাড়ি ভিলেজের রাজমনি রোয়াজা পাড়ায় যান। রাস্তা খারাপ থাকায় এবং প্রবল বৃষ্টি থাকায় তিনি দীর্ঘ পথ পায়ে হেঁটেই  রাজমনি রোয়াজা পাড়ায় যান, সেখানকার মানুষদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেনএবং আবার পায়ে হেঁটে দীর্ঘ পথ পেরিয়ে মূল সড়কে আসেন। গোবিন্দবাড়ি এলাকায় ত্রিপুরার রাজ্যপালের এই সফর ঐতিহাসিক বলে গণ্য করেছেন অনেকে, কারণ বিগত ৩০ বছরে কোনো রাজ্যপাল এই অঞ্চল পরিদর্শনে যাননি।

রাজমনি রোয়াজা পাড়ায় পৌঁছে তিনি গ্রামবাসীদের সঙ্গে মত  বিনিময় করেন। এই  বৈঠকের সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বলেন, দেশের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চলগুলির সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ ও দৃষ্টিভঙ্গি অনুসারে কেন্দ্রীয় সরকার উচ্চাকাঙ্ক্ষী জেলা, উচ্চাকাঙ্ক্ষী ব্লকগুলির জন্য উন্নয়ন কর্মসূচি শুরু করেছে। এই লক্ষ্যে, প্রত্যন্ত অঞ্চলগুলিতে, বিশেষত উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে সফর ও পরিদর্শন করে সেখানকার সমস্যা ও চ্যালেঞ্জগুলি সম্পর্কে জানা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষদের নানাবিধ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। রাজ্যপাল বলেন, সেই উদ্দেশ্যেই তিনি ধলাই জেলার তিনটি গ্রাম পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে একটি হল পশ্চিম গোবিন্দবাড়ির রাজমনি রোয়াজা পাড়া।

রাজমনি রোয়াজা পাড়ায় যাওয়ার পর রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু কথা বলেন গ্রামবাসীদের সাথে। গ্রামবাসীরা রাজ্যপাল কে কাছে পেয়ে এলাকার কি কি সমস্যা রয়েছে সেগুলি তুলে ধরেন। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কসহ বিভিন্ন সমস্যার কথা রাজ্যপালের সামনে তুলে ধরেন। রাজ্যপাল প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন যেন দ্রুততার সাথে এগুলি সম্পন্ন করা হয়।

তবে কোন রাজ্যপাল এভাবে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলিতে যাবেন তাও পায়ে হেঁটে যা হয়তো আগে কখনো দেখা যায়নি। রাজ্যপালের সাথে ছিলেন উনার সচিব ইউ কে চাকমা, জেলাশাসক সাজু ওয়াহিদ এ, জেলা পুলিশ প্রধান অবিনাশ রাই সহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *