রুদ্রপ্রয়াগে কেদারনাথের পথে বড় দুর্ঘটনা, পাহাড় ধসে মৃত্যু হল ৩ ভক্তের

রুদ্রপ্রয়াগ, ১০ সেপ্টেম্বর : উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ জাতীয় সড়কে ভূমিধসে তিন ভক্তের মৃত্যু হয়েছে। তিনটি মরদেহই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এনডিআরএফ ও এসডিআরএফের উদ্ধার অভিযান এখনও চলছে। রুদ্রপ্রয়াগ জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, সোনপ্রয়াগ এবং গৌরীকুন্ডের মধ্যে মুনকাটিয়ার কাছে এই দুর্ঘটনার খবর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাওয়া গেছে।

নন্দন সিং রাজওয়ার বলেন, ধ্বংসস্তূপের নিচে ভক্তদের চাপা পড়ার খবর পেয়ে পুলিশ, প্রশাসন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করেছে। সোমবার উদ্ধারকারী দলগুলি ঘটনাস্থল থেকে একজন মৃত এবং তিনজন আহত ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে সোনপ্রয়াগে নিয়ে আসে। মৃত ব্যক্তির নাম গোপালজি (৫০) তিনি মধ্যপ্রদেশের ধর জেলার বাসিন্দা। এ ঘটনায় আহতদের মধ্যে গোপালজীর ভাই ছগন লাল (৪৫) রয়েছেন। এছাড়াও, পশ্চিমবঙ্গের বাসিন্দা মনপ্রীত সিং (৩০) এবং নেপালের ধনোয়ার বাসিন্দা জীবচ তিওয়ারি (৬০)ও আহত হয়েছেন। তবে আজ উদ্ধার হওয়া লাশগুলোর পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যাইহোক, এই লোকেরা এই সময়ের আগেই গৌরীকুন্ড থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং পথে তাদের সাথে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হলেই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *