আগরতলা, ১০ সেপ্টেম্বর: বান্ধবীর বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। মৃতের পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
ঘটনার বিবরণে মৃতের ছোট ভাই জানিয়েছেন, আজ বিকেল সাড়ে চারটা নাগাদ তার কাছে ফোন আসে বড় ভাই লিটন রায় আশ্রম চৌমুহনী এক বান্ধবীর বাড়িতে অসুস্থ হয়ে পড়েছেন। ওই মহিলার নাম পম্পি ঘোষ বলে জানান তিনি। সাথে সাথে তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন। ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান খাটে তাঁর ভাই পড়ে রয়েছে। সাথে সাথে তারা জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু কিভাবে তাঁর মৃত্যু হয়েছে এখনো জানা যায় নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে।