আগরতলা, ৯ সেপ্টেম্বর: দীর্ঘ তিন বছর ধরে খেজুর বাগানস্থিত বিবেকানন্দ আবাসনের বসবাসকারীরা জলের সমস্যায় ভুগছেন। একাধিকবার কর্তৃপক্ষের নিকট কথা জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করে নি। আজ বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছন প্রমিলা বাহিনী। অবরোধের যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। এদিকে, খবর পেয়ে পুলিশ ও আগরতলা পুরনিগমের ডেপুটি কমিশনার ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, খেজুর বাগানস্থিত বিবেকানন্দ আবাসনের ১৬টি পরিবার দীর্ঘদিন তিন বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন।সংশ্লিষ্ট এলাকায় ডি ডব্লিও এস দপ্তর থেকে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়।স্থানীয় জনগণ বেশ কয়েকবার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানালেও কেউ কোনও কর্ণপাত করেনি। ফলে জনগন বাধ্য হয়ে আজ সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে। এই অবরোধের জেরে রাস্তার দুই পাশে বহু যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রীদের চরম দুভোর্গ দেখা দেয়।
এদিকে, খবর পেয়ে পুলিশ ও পুর নিগমের ডেপুটি কমিশনার মণিকা দাস দত্ত ছুটে গিয়েছেন এবং অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন। অতিসত্বর সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তি করে শেষমেশ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।