কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রবিবাসরীয় দুপুরে বদলে গেল আবহাওয়া। প্রবল বৃষ্টিতে ভিজলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। ক্যানিং থেকে কাকদ্বীপ, সাগর থেকে কুলতলি সর্বত্রই রবিবার দুপুরে বৃষ্টি হয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইতে থাকে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্তত পাঁচটি জেলায় সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। নতুন করে সমুদ্রও উত্তাল হবে। সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য।
2024-09-08