ডুসেলডর্ফ, ৮ সেপ্টেম্বর (হি.স.): উয়েফা নেশন্স লিগে শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতল ইংল্যান্ড। ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে একাদশ মিনিটে রাইস দলকে এগিয়ে দেন। এরপর ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিলিশ।
অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলিরও যাত্রা শুরু হলো এই ম্যাচ দিয়ে। সেখানে দুই অর্ধে দুই রকম ফুটবল খেলেছে ইংল্যান্ড।
আগামী বুধবার ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। সেদিনই গ্রিসের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।