নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর: ৫ দিনের শিশুর জটিল অস্ত্রোপচার করে নজির গড়লেন ত্রিপুরা মেডিকেল কলেজ ও ড. বি আর আম্বেদকর হাসপাতালের চিকিৎসক দল।
ধর্মনগর নিবাসী এক দম্পত্তির ৫ দিন বয়সী শিশু পুত্রের জন্ম হয় আসামের একটি হাসপাতালে। জন্মের পর সমস্যা দেখা দেওয়ায় সেখানকার ডাক্তাররা গৌহাটিতে রেফার করে শিশুটিকে। শিশুটির মা-বাবা গৌহাটি না গিয়ে আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজ ও ড. বি আর আম্বেদকর হাসপাতালে নিয়ে আসে শিশুটিকে।
ত্রিপুরা মেডিকেল কলেজ ও ড. বি আর আম্বেদকর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক শিশুটির পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছান অস্ত্রোপচারের করার। তিনি দেখতে পায় বাচ্চাটির পাকস্থলীতে বড় আকারের ফুটো।
যার ফলে যা খাবার দেওয়া হচ্ছিল বাচ্চাটিকে তা পাকস্থলীতে না গিয়ে পেটের ভেতরে জমা হচ্ছিল। বাচ্চাটির অবস্থা ছিল সংকটাপূর্ণ। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে অপারেশন করেন। বর্তমানে বাচ্চাটি ভালো অবস্থায় আছে। খাবারও খাচ্ছে এবং ওজন বৃদ্ধি পাচ্ছে বলে জানান ডাক্তার অনুরুদ্ধ বসাক।