পুলিশকে পেটানোর হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

ভরতপুর, ৮ সেপ্টেম্বর (হি.স.): ফের পুলিশকে পেটানোর নিদান দিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুর থানার পুলিশের উদ্দেশ্যে দেওয়া এই বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। রবিবার ভরতপুর বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হুমায়ুন কবির বলেন, ভরতপুর থানার পুলিশকে নিমগাছে বেঁধে পেটানো উচিত।

এই সভায় হুমায়ুন কবিরের সঙ্গে উপস্থিত ছিলেন ভরতপুর ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি আজহারউদ্দিন সিজার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব। এর আগে বিশাল বাইক মিছিল করে শালার এলাকা থেকে সভাস্থলে পৌঁছান তারা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হুমায়ুন শুধু ভরতপুর থানার ওসি নয়, জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদেরও গণধোলাই দেওয়ার হুমকি দেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এমন মন্তব্যের জন্য বিরোধী দলগুলি তীব্র নিন্দা করেছে এবং আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *