নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর: বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পক্ষকাল ব্যাপী আন্দোলনের শামিল হচ্ছে বাম ছাত্র যুবক সংগঠন। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্ম সংস্থানের দাবিতে বাম ছাত্র যুব সংগঠন পক্ষ কালব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে।
আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সভার মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হবে। ২১ এবং ২২ সেপ্টেম্বর ৮ জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অবিলম্বে সমস্ত শূন্য পদ পূরণ করা এবং আউটসোর্সিং এ নিয়োগ বন্ধ করা। ৩০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণ সিটি প্রেরণ করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
রবিবার ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান দি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং রাজ্য সম্পাদক নবারুণ দেব।