গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: নিজ ঘর থেকে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগরের কৃষ্ণপুরের জোড় কালভার্ট এলাকায় শ্বশুরবাড়িতে আবিদার উপর আক্রমণ বিভিন্নভাবে ক্রমাগত বেড়েই চলছিল।
গৃহবধূ রোহিনা পারভিন ওরফে আবিদা প্রায়শই তার শ্বশুরবাড়িতে টাকা এবং জিনিসপত্রের জন্য নির্যাতিত হচ্ছিল, এমনই অভিযোগ তার বাপের বাড়ির লোকেদের। আজ দুপুর দুইটা নাগাদ শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ রহিনা পারভীন এর মৃতদেহ উদ্ধার হয়েছে।

ধর্মনগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। গৃহবধুর বোনের জামাই জানিয়েছেন,  কিছুদিন আগে রোহিনার শাশুড়ির হাতে বেশ কিছু জিনিসপত্র দিয়ে যায় তাছাড়া গতকাল অর্থাৎ শনিবার শাশুড়ির হাতে ২ লক্ষ টাকা দেয় বলে তার বোনের জামাই জানায়। কিন্তু তারপরেও শান্তিতে ছিল না আব্দুল জব্বারের স্ত্রী।

গৃহবতীর বাপের বাড়ির সদস্যদের আরো অভিযোগ, আজ দুপুরে খাবার শেষে রোহিনা নিজ ঘরে গিয়েছিল। তারপর সে আর দরজা খুলেনি। তার ঘরে সমস্ত জিনিস ছড়ানো-ছিটানো অবস্থায় রয়েছে। ফলে মৃত্যুর কারণ নিয়ম ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করুক পুলিশ, দাবি তার বাপের বাড়ির সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *