নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর: সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বড়দোয়ালী অঞ্চল কমিটির অফিস গৃহে।
সাম্প্রতিক বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ঢুকলে মহকুমা কমিটির উদ্যোগে বন্যা দুর্গত ৬৭ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় রবিবার। বড়দোয়ালী অঞ্চল কমিটির অফিস গৃহে এই ত্রাণ সামগ্রী বন্টন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্ন দত্ত জানান সারা রাজ্যেই নারী সমিতির মহকুমা কমিটিগুলির উদ্যোগে এই ধরনের ত্রাণ সামগ্রী বন্টনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি এদিন বলেন বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে ত্রাণ সামগ্রী বন্টনের মধ্য দিয়ে সেই ক্ষতিপূরণ কোনভাবেই সম্ভব নয়। তবু সংগঠন সীমিত ক্ষমতার মধ্যে কিছু পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।