মালদা, ৮ সেপ্টেম্বর (হি.স.): রবিবার সকালে “পরিবর্তন” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন মালদার ভূতনি এলাকার বন্যা কবলিত মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়। তারা প্রায় হাজার জন মানুষের জন্য চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, মুড়ি, বিস্কুট, পাউরুটি, জল সহ অন্যান্য খাবার, ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।
সংস্থার সদস্যরা জানান, ভূতনি এলাকার বাসিন্দারা বন্যায় জলবন্দী হয়ে এক বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। তাদের চলাচলের একমাত্র মাধ্যম এখন নৌকা। পরিবর্তন সংস্থা বর্তমানে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং আগামী দিনগুলোতে আরও ত্রাণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে।