মালদা: খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু

মালদা, হবিবপুর, ৮ সেপ্টেম্বর (হি.স.): রবিবার মালদার হবিবপুর ব্লকের আইহো বক্সিনগর গোবিন্দ স্মৃতি সংঘের উদ্যোগে মহা ধুমধামে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটির খুঁটি পুজোর অংশ হিসেবে মন্দির প্রাঙ্গণ থেকে কলস যাত্রার মাধ্যমে টাঙ্গন নদীতে জল পূরণ করা হয়। এরপর, মন্দির প্রাঙ্গণে এসে পুরোহিত দ্বারা মন্ত্র উচ্চারণের মাধ্যমে খুঁটি পুজোর শুভ সূচনা করা হয়।

পুজো কমিটির সম্পাদক মানস দাস জানিয়েছেন, এবছর ৭৯তম দুর্গাপূজা উদযাপিত হবে। এই পুজোকে ঘিরে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বিভিন্ন মাটির পুতুল ও আলোকসজ্জা। এছাড়া, পুজোর নানা অনুষ্ঠানও আয়োজন করা হবে। এবছর প্রথমবারের মতো খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *