BRAKING NEWS

রিয়াধে পৌঁছলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, উষ্ণ অভ্যর্থনা সৌদি-সরকারের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ভারত-উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে রবিবার সৌদি আরবের রিয়াধে পৌঁছলেন। সে দেশের প্রটোকল বিষয়ক উপ-মন্ত্রী আব্দুল মাজিদ আল স্মারি তাঁকে স্বাগত জানান। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন জয়শঙ্কর। দু’দিনের এই সফরে তিনি জিসিসি-র সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, সৌদি সফরের পর বিদেশমন্ত্রী ১০ সেপ্টেম্বর থেকে দু’দিনের সফরে জার্মানির বার্লিনে যাবেন। ভারত ও জার্মানি দুই দেশের মধ্যেই মজবুত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী বৈঠক করবেন জার্মানির বিদেশমন্ত্রী ও সেই দেশের অন্যান্য সরকারি প্রতিনিধিদের সঙ্গে। জার্মানি সফরের পর ডঃ এস জয়শঙ্কর ১২ সেপ্টেম্বর দুদিনের সফরে সুইজারল্যান্ডের জেনেভা যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *