নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর: রবিবার আগরতলায় স্টুডেন্ট হেলথ হোমে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড এসোসিয়েশনের পঞ্চম দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশনের পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো জগন্নাথ বাড়ি রোডস্থিত স্টুডেন্ট হেলথ হোমে। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের প্রখ্যাত শিল্পী তথা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী নেতৃত্ব পান্না লাল দত্ত ।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন এন এফ আর আর আর বি এস এর জেনারেল সেক্রেটারি গণপতি হেগরে , প্রধান বক্তা এন এফ আর আর বি ও এর জেনারেল সেক্রেটারি আব্দুল সঈদ খাঁন, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জেনারেল সেক্রেটারি এন এফ আর আর আর বি এফ এর জেনারেল সেক্রেটারি জিবেশ চক্রবর্তী ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যস্তরের বিভিন্ন ব্যাংকের কর্মচারী নেতৃত্ব। এদিন সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া সহ অন্যান্য বিষয় তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।