ইমফল, ৮ সেপ্টেম্বর (হি.স.) : রাজভবনে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে রাজ্যে ক্ৰমবর্ধমান হিংসা মোকাবিলায় ইউনিফাইড কমান্ড-এর আবেদন জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং।
আজ রবিবার সকাল ১১:০০টায় তাঁর মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বিধায়কদের সঙ্গে নিয়ে রাজভবনে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বৈঠকে মুখ্যমন্ত্রী লিখিতভাবে স্মারকপত্র পেশ করে রাজ্যের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরাসরি কেন্দ্রীয় সরকারের শক্তিশালী নেতৃত্ব চেয়েছেন।
শক্তিশালী নেতৃত্ব বলতে মুখ্যমন্ত্রী বীরেন সিং রাজ্যে মোতায়িত নিরাপত্তা বাহিনীকে আরও ক্ষমতা দিয়ে পরিচালনা করা এবং চলমান জঙ্গিদের মোকাবিলায় ইউনিফাইড কমান্ড অথরিটি নিয়োগ করতে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে আবেদন জানিয়েছেন।
এদিকে রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রী পারিষদের সদস্যদের নিয়ে সোজা সচিবালয়ে চলে যান। সচিবালয়ে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা বিষয়ে মন্ত্রিপরিষদের সঙ্গে এক বৈঠক করেন। মন্ত্রিপরিষদের বৈঠকে গৃহীত কোনও সিদ্ধান্তের তথ্য জানা যায়নি। তবে এক বিশ্বস্ত সূত্রের খবর, রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে রাজ্য সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।