নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮ সেপ্টেম্বর: খোয়াই জেলা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশন আজ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করে। রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট অব্যাহত রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। সেই আহবানে সাড়া দিয়ে খোয়াই জেলা বডি বিল্ডার অ্যান্ড ফিটনেস এসোসিয়েশন তেলিয়ামুড় হাসপাতালে রবিবার ১ রক্তদান শিবির সংগঠিত করে। শিবিরে কুড়িজন স্বেচ্ছায় রক্তদান করেন।
উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়ক কল্যাণী রায়, ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস, সম্পাদক শ্যাঙ্কি সাহা, কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা এবং খোয়াই জেলা সভাপতি অচিন্ত ভট্টাচার্য, সম্পাদক সান্তনু সাহা। আগমি দিনেও খোয়াই জেলাতে এই ধরনের উদ্যোগে থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

