কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): রবিবার ফের কলকাতা ও সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো ‘অভয়া ক্লিনিক’। গত রবিবারের মতো আজও রাজ্যের প্রায় ২৯টি স্থানে রোগীদের চিকিৎসা সেবা দিলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে আবারও এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থানে আয়োজিত হয় ‘জনতার মতামত, রাজপথে আদালত’ কর্মসূচি।
কলকাতার বিভিন্ন স্থানে যেমন কুমোরটুলি, ঘোষবাগান, ডানলপ, কলেজ স্ট্রিট, মৌলালি মোড় এবং এসপ্ল্যানেডে জুনিয়র ডাক্তাররা এই ক্যাম্প পরিচালনা করেন। আরজি কর, ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল, বারাসাত মেডিকেল কলেজ সহ একাধিক চিকিৎসা প্রতিষ্ঠানের ডাক্তাররা এই উদ্যোগে সামিল হন।
উত্তরবঙ্গেও সাড়া ফেলেছে এই উদ্যোগ। হসপিটাল মোড় রায়গঞ্জ, কাউয়াখালী গ্রাউন্ড শিলিগুড়ি, বারাসাত মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সহ রাজ্যের অন্যান্য স্থানেও অনুষ্ঠিত হয় এই ক্যাম্প।
এসপ্ল্যানেডে এসএসকেএম হাসপাতালের জুনিয়র ডাক্তারদের পরিচালিত ক্যাম্পে দুপুর ১টা পর্যন্ত প্রায় ১৫০ জন রোগী স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। দুপুর ২টা পর্যন্ত এই সংখ্যা আরও বাড়বে বলে ডাক্তাররা আশাবাদী। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে চিকিৎসকরা বিভিন্ন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেন।
জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করতে তারা নিয়মিত এই ধরনের ক্যাম্পের আয়োজন করবেন। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এই উদ্যোগে যোগ দিয়েছেন।
এদিকে, ‘জনতার মতামত, রাজপথে আদালত’ কর্মসূচিতে সাধারণ মানুষ এবং রোগীর আত্মীয়রা সরাসরি তাদের মতামত প্রকাশ করেন। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বেশি করে এই ধরনের কর্মসূচির আয়োজনের আহ্বান জানিয়েছেন।