আগরতলা, ৭ সেপ্টেম্বর: সোনামুড়া পুলিশের নাকা পয়েন্টে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। অল্পতে রক্ষা পেলো সোনামুড়ার মধুবন এলাকার একটি পরিবার। রড বোঝাই গাড়ি রাস্তা থেকে ঢুকে গেলে বাড়িতে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে পুলিশ গাড়ির চালককে আটক করে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোনামুড়া মধুবন এলাকায় নাকা পয়েন্টে রড বোঝাই গাড়ি একটি বাড়িতে ঢুকে যায়। অল্পেতে রক্ষা পেয়েছে পরিবারের সদস্যরা।

