গুয়াহাটি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : প্যারিস প্যারালিম্পিকে ব্রোঞ্জজয়ী নাগাল্যান্ডের হোকাতো হোতোজে সেমাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।
আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডলে পোস্টকৃত এক বার্তায় হোকাতো হোতোজে সেমার কৃতিত্বে দেশ গর্বিত বলে লিখেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের জাতির জন্য একটি গর্বের মুহূর্ত। কারণ হোকাতো হোতোজে সেমা পুরুষদের শটপুট এফ৫৭-এ ব্রোঞ্জ পদক এনেছেন! তার অসাধারণ শক্তি এবং সংকল্প ব্যতিক্রমী। তাঁকে অভিনন্দন। ভবিষ্যত প্রচেষ্টার জন্য শুভ কামনা রইল।’
এদিকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওও তাঁর এক্স হ্যান্ডলে সেমার কৃতিত্বের প্রশংসা করে বলেছেন, ‘চলমান প্যারিস-২০২৪ প্যারালিম্পিক গেমসে টিম ইন্ডিয়ার জন্য ২৭-তম পদক অর্জন করে শটপুট এফ৫৭ -এ ব্রোঞ্জ জেতার জন্য হোকাতো হোতোজে সেমাকে অভিনন্দন। তার অসাধারণ যাত্রা এবং উৎসর্গ অসামান্য এই অর্জনের দিকে পরিচালিত করেছে। তিনি একজন সত্যিকারের অনুপ্রেরণা এবং একজন রোল মডেল।’
এখানে উল্লেখ করা যেতে পারে, হোকাতো হোতোজে সেমা নাগাল্যান্ডের একজন প্যারালিম্পিক অ্যাথলিট। ভারতের হয়ে প্যারালিম্পিকে পদক জিতে রাজ্যের প্রথম অ্যাথলিট হিসেবে ইতিহাসে তাঁর নাম লিখিয়েছেন। সেমা ১৪.৬৫ মিটারের ব্যক্তিগত সেরা থ্রো অর্জন করে আজারবাইজানের ওলোখান মুসায়েভের ১৩.৪৯ মিটারের আগের রেকর্ড ভঙ্গ করেছেন। ইভেন্টে ১৫.৯৬ মিটার থ্রো করে স্বর্ণপদক জিতেছেন ইরানের ইয়াসিন খোসরাভি। রৌপ্য জিতেছেন ব্রাজিলের থিয়াগো পাউলিনো ডস সান্তোস, ১৫.০৬ মিটার থ্রো করে।
প্রসঙ্গত, ১৯৮৩ সালের ২৪ ডিসেম্বর নাগাল্যান্ডের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন হোকাতো হোতোজে সেমা। বিশেষ বাহিনীতে যোগদানের অদম্য আকাঙ্ক্ষা ছিল তাঁর। তবে ২০০২ সালের ১৪ অক্টোবর এক কাউন্টার ইনফিল্ট্রেশন অপারেশনের সময় একটি মাইন বিস্ফোরণের ফলে তাঁর বাম পায়ের হাঁটুর নীচের অংশ চলে গিয়েছে। তার পথ পরিবর্তন হলেও কিন্তু সংকল্প থেকে বিচ্যুত হননি তিনি। তাঁর স্থিতিস্থাপকতা এবং উৎসর্গ এখন তাঁকে প্যারালিম্পিক ইতিহাসে একটি স্থান অর্জন করে দিয়েছে।