আগরতলা, ৭ সেপ্টেম্বর: টাউন প্রতাপগড়ে সিদ্ধিদাতা গণেশ চতুর্থীতে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। এদিন এলাকাবাসীর উদ্যোগে বন্যায় দূর্গতদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, প্রতাপগড় ৩১ নং ওয়ার্ডের বিজেপি কর্মী ও সর্মথকরা গণেশ পূজায় ব্রতী হয়েছেন। তাঁর কথায়, কিছুদিন আগে বন্যায় প্রতাপগড় এলাকার বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়েছিল। বন্যায় ক্ষতিগ্রস্তরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তাই তাদের কথা মাথায় রেখে এলাকাবাসীরা সাহায্যে এগিয়ে এসেছেন।