আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে  মহামিছিল এন আর এস থেকে মেডিক্যাল

 কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স. )  আর জিকর হাসপাতালের ঘটনায় সরব অন্যান্য মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। অভিনব প্রতিবাদ ও পন্থা পদ্ধতি অবলম্বন করে এগিয়ে চলেছেন প্রতিবাদীরা। যেন থামাতে চাইছে না তারা এই আন্দোলন। সুবিচারের দাবিতেই সরব সকলে। শিয়ালদহ থেকে ধর্মতলা এই রুটে রাজপথে নামছেন চিকিৎসক সমাজ। রবিবার মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বিচারের দাবীতে ডাক্তারদের জমায়েত। সময় দুপুর তিনটে। নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলে সামিল হতে চলেছেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। এই মিছিলে যোগদানের জন্য সর্বস্তরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ ও মেডিকেল ছাত্র ও ছাত্রীদের এবং তাদের অভিভাবকদের কাছে আর্জি রয়েছে জয়েন্ট প্ল্যাটফর্মের। এর পাশাপাশি জেলায় জেলায় গ্রামে গঞ্জে এক আদলে মিছিলের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *