জনতা এবং বিটিসি প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে ‘জনতার দরবার’ শীর্ষক কর্মসূচির সূচনা বিটিসি-প্রধানের

কোকরাঝাড় (অসম), ৭ সেপ্টেম্বর (হি.স.) : সাধারণ জনতা এবং বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) প্রশাসনের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে বিটিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) প্রমোদ বড়ো ‘জনতার দরবার’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচি শুরু করেছেন।এই কর্মসূচির বলে বিটিসি-প্ৰধান প্রমোদ বড়ো সশরীরে বিটিসির বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় বিভিন্ন গ্রুপ, সংগঠন এবং বাসিন্দাদের সাথে একের পর এক মতবিনিময় ও আলোচনা করছেন।এরই অঙ্গ হিসেবে গত ৪ সেপ্টেম্বর চিরাং জেলার ভারত-ভুটান সীমান্তে অবস্থিত রুনিখাতে বন বিভাগের পরিদর্শন বাংলো এবং তার আগের দিন ৩ সেপ্টেম্বর গোসাইগাঁও সার্কিট হাউসে বিটিসি-প্রধান প্রমোদ বড়ো ‘জনতার দরবার’-এ যোগদান করে স্থানীয় সাধারণ জনতা, গ্রাম সমিতি, ক্লাব এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বার্তালাপের মাধ্যমে বেশকিছু অনুরোধ, অভিযোগ ইত্যাদি শুনে সেগুলি সমাধানের পদক্ষেপ নিয়েছেন।বিটিসি-প্রধানের সঙ্গে ছিলেন সাংসদ জয়ন্ত বসুমতারি, বিটিসি-র পারিষদ (ইএম) রঞ্জিত বসুমতারি, দুই এমসিএলএ সাইখং বসুমতারি ও মাধবচন্দ্র ছেত্রী। সেদিন ‘জনতার দরবার’ চলে ভোররাত একটা পর্যন্ত।প্রসঙ্গত, গত ২৭ আগস্ট ওদালগুড়ি জেলার ভাড়গাঁওতে অবস্থিত বোডোল্যান্ড গেস্ট হাউসে ‘জনতার দরবার’-এর সূচনা করেছেন প্রমোদ বড়ো। এদিন তিনি রাত ১০টা থেকে ভোররাত ১:৩০ পর্যন্ত ‘জনতার দরবার’-এ অংশগ্রহণ করে স্থানীয় বহুজনের সঙ্গে বার্তালাপ করেছেন। সেদিন স্থানীয়দের বেশকিছু অনুরোধ, অভিযোগ ইত্যাদি শুনে সেগুলিও সমাধানের পদক্ষেপ নিয়েছেন বিটিসি-প্রধান।এদিন তাঁর সঙ্গে ছিলেন বিটিসি-র দুই পারিষদ (ইএম) দাউবাসিয়া বড়ো ও উইলসন হাসদা দুই এমসিএলএ দিলীপকুমার বড়ো ও মাধবচন্দ্র ছেত্রী।সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দা এবং সংগঠনগুলি তাদের এলাকায় বিটিসি-প্রধান প্রমোদ বড়োর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়ে এবং তাঁদের সমস্যাবলি সমাধান করার পদক্ষেপে সন্তোষ ব্যক্ত করেছেন।এ ধরনের ‘জনতার দরবার’-এর মাধ্যমে সমস্যা সমাধানের প্রক্রিয়া অব্যাহত রাখতে বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল প্রশাসন তথা বিটিসি-প্রধানের কাছে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার জনতা ও বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা। একটি প্রগতিশীল বিটিসি গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ জনসাধারণের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *