পোশন মাস উপলক্ষে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য একাধিক কর্মসূচি হাতে নিয়েছে মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: পোশন মাস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মহিলা কমিশন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে কমিশনের নীতি নির্দেশিকা  তুলে ধরার পাশাপাশি পোশন মাসের বিভিন্ন কর্মসূচির কথা বলেন মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্না দেববর্মা।

শুক্রবার রাজ্য মহিলা কমিশনের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মহিলা কমিশনের  আগরতলাস্থিত কমিশন কার্যালয়ে এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মন, কমিশনের ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী, সদস্য সচিব মাধব পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে মহিলা কমিশনের চেয়ারম্যান আলোচনা করতে গিয়ে কমিশন কিভাবে কাজ করছে এবং কাজকর্ম সম্পর্কে কি নির্দেশিকা রয়েছে তা বিশ্লেষণ করেন। তাছাড়া ২০২৩-২৪ অর্থবছরে কমিশনের রিপোর্টও তিনি তুলে ধরেন। সেপ্টেম্বর মাস পোশন মস। এই মাসে গর্ভবতী মহিলা ও শিশুদের নিয়ে অনেক কর্মসূচি থাকে।  তাই এই মাসের ২৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত ধর্মনগর সার্কিট হাউসে কাউন্সেলিং প্রোগ্রাম করবে মহিলা কমিশন।

তাছাড়া তিনি বলেন ১১ই সেপ্টেম্বর খোয়াই জেলায় শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য প্রদান করা হবে। এছাড়াও ১৮ সেপ্টেম্বর ঊনকোটি জেলার চন্ডিপুরে এবং ২৫ শে সেপ্টেম্বর দামছড়ায় প্রোগ্রাম রয়েছে। সেন্ট্রাল জেলে ১০০ জন মহিলা প্রিজনারদের পোশন কিড উপহার দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা করা এবং অনুষ্ঠানে পোশন বাটিকা তৈরি করবে রাজ্য মহিলা কমিশন বলে উল্লেখ করেন চেয়ারম্যান ঝর্না দেববর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *