নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : এই বছর জাতীয় শিক্ষক পুরস্কার পাওয়া দেশের বিভিন্ন প্রান্তের ৮২ জন শিক্ষকের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সঙ্গে নিজের চিন্তা-ভাবনা ভাগ করে নেন প্রধানমন্ত্রী। শিক্ষকরাও প্রধানমন্ত্রী মোদীকে তাঁদের মতামত জানান। বিদেশ সফরে থাকায় বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন দেশে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। তাই দেশে ফেরার পর শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তের ৮২ জন শিক্ষকের সঙ্গে বার্তালাপ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।
2024-09-06