আর জি কর ঘটনার প্রতিবাদে নৃত্যের মাধ্যমে অভিনব প্রতিবাদ, ভাইরাল উদয়নারায়নপুরের তরুণী ঋতুজা ধোলে

হাওড়া, ৬ সেপ্টেম্বর(হি.স.): আর জি কর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক অভয়া ধোলে-র উপর হওয়া নৃশংস অত্যাচারের প্রতিবাদে অভিনবভাবে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে ভাইরাল হয়েছেন হাওড়া জেলার উদয়নারায়নপুরের তরুণী ঋতুজা ধোলে। ঋতুজা, একজন মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করা ছাত্রী এবং একজন নৃত্যশিল্পী, নাচের মাধ্যমে তার প্রতিবাদ প্রকাশ করেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং এখন পর্যন্ত তার ফেসবুক পেজ থেকে ৫৭ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন।

ঋতুজা ধোলে জানান, কলকাতায় এসে আন্দোলনে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব না হওয়ায়, তিনি নাচের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন। তার এই অভিনব প্রতিবাদী ভিডিও রাজ্যের বিভিন্ন মানুষ, এমনকি বিশিষ্ট ব্যক্তিরাও শেয়ার করছেন এবং “জাস্টিস ফর আরজিকর” শিরোনামে তা প্রচার করছেন।

ঋতুজা দীর্ঘ ১৬ বছর ধরে নৃত্যচর্চা করছেন এবং গত ৫ বছর ধরে তার মায়ের আরাধনা নৃত্য একাডেমিতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন। ঋতুজার সাথে তার ছাত্রছাত্রীরাও এই প্রতিবাদী ভিডিও তৈরি করতে সাহায্য করেছেন। তারা প্রত্যেকেই কলকাতার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী।

ঋতুজা এবং তার টিমের বক্তব্য, “আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল অভয়া দির সুবিচার পাওয়া এবং দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা। একজন নারী এবং ক্লিনিক্যাল সাইকোলজি স্টুডেন্ট হিসেবে কর্মস্থলে এক নারীর উপর এমন বর্বর আচরণ মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “যারা গান, লেখা, বা বক্তব্য দিয়ে সমাজে প্রভাব ফেলতে পারেন, তারা তাদের নিজ নিজ মাধ্যম দিয়ে এই প্রতিবাদকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। আমরা চাই, অভয়া দির ধর্ষকদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক, যাতে সমাজে এই ধরনের ঘটনা আর না ঘটে।” এই নৃত্যশিল্পীর প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় একটি শক্তিশালী বার্তা দিয়েছে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে সমর্থন পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *