ছত্তিশগড়ে ৬টি প্রেসার কুকার বোমা উদ্ধার পুলিশের

রায়পুর, ৬ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলায় পুলিশ ছয়টি প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে। পুলিশকে নিশানা করতেই নকশালরা ধনোরা মন্ড গ্রামে এই প্রেসার কুকার বোমা পুঁতে রাখা হয়েছিল বলে মনে করছে পুলিশ। কোন্ডাগাঁও পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলি নিষ্ক্রিয় করে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার নকশাল প্রভাবিত ধনোরা মন্ড গ্রামে টহল দেওয়ার সময় এই বোমা উদ্ধার করা হয়। তার মধ্যে আইইডি-ও ছিল। বাহিনীর ক্ষতি করার জন্যই এই বোমা পুঁতে রেখেছিল নকশালরা, এমনটাই জানিয়েছে পুলিশ।