নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: বন্যা দুর্গতদের সাহায্যে হাত বাড়িয়ে দিল লেক চৌমুহনি বাজার সমিতি। শুক্রবার তাদের উদ্যোগে উদয়পুরে ছয়টি শিবির করে বন্যা দুর্গতদের হাতে মশারি কাপড়-জামা সহ নানা সামগ্রী তুলে দেওয়া হয়।
রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির পর ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সহযোগিতা করে যাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ক্লাব সংগঠন ও সামাজিক সংস্থাও এই কাজে ব্রতি রয়েছে। আর এই বন্যা দুর্গতদের সাহায্যে এবার এগিয়ে আসলো লেক চৌমুহনি বাজার সমিতি।
শুক্রবার তাদের উদ্যোগে উদয়পুর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে মশারি কাপড় জামা সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন উদয়পুরের বীরগঞ্জ পঞ্চায়েত, নাল বাসা, ঢাকাই বাড়ি সহ বেশ কয়েকটি স্থানে ছয়টি শিবির করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী গুলি তুলে দেন লেক চৌমুহনী বাজার সমিতির প্রতিনিধিরা।