নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): ফের আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। শুক্রবার সকালে স্বস্তির বৃষ্টি হয়েছে জাতীয় রাজধানীর সর্বত্রই। দিল্লির হৌজ খাস, মুনিরকা, মোতি বাগ, আর কে পুরম, জনপথ রোড, তিন মূর্তি এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে। ইন্ডিয়া গেট এলাকাতেও অত্যধিক বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালের এই বৃষ্টিতে দিল্লির আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে। আর যে আশঙ্কা ছিল, তাও হয়েছে। প্রবল বৃষ্টিতে রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় কাজের দিন হয়রানির শিকার হতে হয়েছে দিল্লিবাসীকে। দিল্লির নজফগড় রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
2024-09-06